নিয়মাবলী

নিয়মাবলী

নিয়মাবলী

(To read in English please click here)

১) লেখকদের পাঠানো কোনো লেখার ই-বই প্রকাশ হবে কি হবেনা তার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রশাখা প্রকাশনীর।
২) প্রশাখা প্রকাশনীর ই-বই দু’ভাবে প্রকাশিত হয়। একঃ FREE LIBRARY-র জন্য, দুইঃ PAID-LIBRARY-র জন্য।
৩) FREE LIBRARY-র জন্য প্রকাশিত বই সবার পড়ার জন্যে উন্মুক্ত, এজন্যে লগইন করার দরকার নেই। E-LIBRARY-র ক্ষেত্রে লগইন করলেই পড়া যাবে।  
৪) FREE LIBRARY-র জন্যে প্রকাশিত ইবুকগুলির ইকপি যদি বিক্রি হয় তাহলে বিক্রিত মূল্যের ষাট শতাংশ লেখকদের রয়্যালিটি হিসেবে দেয়া হবে।
৫) PAID-LIBRARY-র জন্য প্রকাশিত ই-বইগুলি কী ধরনের প্রোডাক্ট হিসেবে কীভাবে বিক্রি হবে তার সিদ্ধান্ত প্রশাখা প্রকাশনীর।
৬) PAID-LIBRARY-র ই-বইগুলি চার রকম ভাবে যথাক্রমে একঃ শুধুমাত্র Soft copy, দুইঃ Soft copy+অনলাইন লাইব্রেরি, তিনঃ CD/DVD+অনলাইন লাইব্রেরি, চারঃ প্রিন্ট অন ডিম্যান্ড কপি হিসেবে বিক্রি হবে।

৭) চাররকম ভাবে PAID-LIBRARY-র ই-বই বিক্রি হলেও সবগুলির প্রিন্ট অন ডিম্যান্ড কপি থাকবেনা। এসম্পর্কে সিদ্ধান্তের অধিকার প্রশাখা প্রকাশনীর। এছাড়া FREE LIBRARY-র ই-বইগুলির যারা সফট কপি সংগ্রহ করতে চান তাদের জন্য শুধুমাত্র সফট কপি বিক্রি হবে।  
৮) PAID-LIBRARY-র ই-বইয়ের প্রিন্ট অন ডিম্যান্ড কপি এবং CD/DVD+অনলাইন লাইব্রেরি বিক্রির ক্ষেত্রে লেখকদের বিক্রিত মূল্যের পনের শতাংশ রয়্যালিটি হিসেবে দেয়া হবে।
৯) PAID-LIBRARY-র ই-বইয়ের Soft copy এবং Soft copy+অনলাইন লাইব্রেরি বিক্রির ক্ষেত্রে লেখকদের বিক্রিত মূল্যের ষাট শতাংশ রয়্যালিটি হিসেবে দেয়া হবে।
১০) প্রয়োজনবোধে কোনো কোনো ই-বইয়ের PAID–LIBRARY-র অনলাইন পড়ার সুবিধা ছাড়াও শুধুমাত্র সফট কপি হিসেবে বিক্রি হতে পারে। উপরোক্ত ৬ নং সিরিয়ালে যে চার রকম প্রোডাক্ট-এর কথা বলা হয়েছে তার সুবিধা সমস্ত ই-বইয়ের থাকবে না এবং কোন্‌ কোন্‌ ই-বইয়ের ক্ষেত্রে থাকবে তার সিদ্ধান্ত প্রশাখা প্রকাশনীর।
১১) PAID–LIBRARY এবং FREE LIBRARY-র ই-বইয়ের গ্রন্থস্বত্ব থাকবে প্রশাখা প্রকাশনীর এবং লেখকেরা চাইলেই প্রশাখা প্রকাশনী থেকে ই-বই তুলে নিতে পারবেন না।
১২) তারপরেও লেখকেরা প্রকাশিত ই-বইগুলি তুলে নিতে চান তাহলে একটা নির্দিষ্ট পরিমান ফী জমা দিয়ে তুলে নিতে পারবেন।
১৩) PayUmoney payment gateway সিস্টেমের বিক্রির রেকর্ডানুযায়ী লেখকদের বছরে দু’বার বিক্রিত ই-বইয়ের রয়্যালিটি দেয়া হবে।
১৪) আইনগত সমস্যার জন্য প্রকাশিত যে-কোনো ই-বই প্রশাখা প্রকাশনীর সাইট থেকে তুলে নেবার ক্ষমতা প্রশাখা প্রকাশনীর থাকবে।
১৫) কোনো বিতর্ক অথবা নিজস্ব প্রয়োজনবোধে যে-কোনো ই-বই প্রশাখা প্রকাশনীর সাইট থেকে discontinue করা হবে।
১৬) প্রয়োজনবোধে উপরোক্ত শর্ত ও নিয়মাবলীর পরিবর্তন বা পরিমার্জন এবং সংযোজন প্রশাখা প্রকাশনী করবে।
১৭) যে-কোনো সমস্যা ও বিতর্কের জন্য আইনগত অধিকারক্ষেত্র থাকবে একমাত্র আগরতলা কোর্ট।
১৮) যাঁরা প্রশাখা প্রকাশনী থেকে ই-বই বের করেছেন তাঁরা সবাই উপরোক্ত নিয়ম এবং শর্ত মেনেই করেছেন ধরে নেয়া হবে।
১৯) অন্যান্য নিয়মাবলী দেখার জন্য ভিজিট করুনঃ https://proshakha.com/elibrary/paidlibrary/terms-of-use/